বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উদ্বোধন হতে যাচ্ছে ইস্পাহানী চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ।
উদ্বোধনী দিনে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও আগ্রাবাদ নওজোয়ান।
এই দুই দলের ম্যাচ দিয়ে পর্দা উঠবে দেশের দ্বিতীয় বৃহত্তম এ ক্রিকেট লীগের।
গত দুই আসরের মতো এ লীগের সব খেলা সরাসরি সম্প্রচার করবে N sports।
এছাড়াও এবারই প্রথম একটি রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে কক্সবাজার স্টেডিয়ামে। যেটা খেলোয়াড়দের ক্রীড়া আকর্ষণ বাড়াবে বলে মনে করছেন সি,জে,কে,এস এর সম্পাদক আব্দুল হান্নান আকবর।
খেলার সার্বিক ব্যাবস্থাপনায় রয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ( সি,জে,কে,এস)।