হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিবি ফাতেমা শিল্পীকে (প্রজাপতি) জয়ী ঘোষণার পর সমর্থকদের আনন্দ মিছিলের শেষে মাত্র ২ ঘন্টার মাথায় পরাজিত প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম ( ফুটবল) কে ৩৩৭১৫ ভোটে জয়ী ঘোষণা করা হযেছে।
সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান গণমাধ্যমকে সাজেদা বেগম কে জযী ঘোষণার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ হাজার ২২ ভোট পেয়ে বিবি ফাতেমা শিল্পী কে (প্রজাপতি) বিজয়ী হয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা ঘোষণা করেন।
তখন ফুটবল প্রতীকের প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম নির্বাচনে ১১ হাজার ৫৩ ভোট পেয়েছেন বলে ঘোষণাও দেয়া হয়েছিলো।
এদিকে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান গনমাধ্যমকে জানান, কথিত সময়ে মুলত এই পদে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে ঘোষণা করা হয়নি। পরে তাঁর স্বাক্ষরিত এই পদে বেসরকারি ভাবে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাম ঘোষণা করা হয়েছে।
অপরদিকে প্রজাপতি প্রতীকের প্রার্থী বিবি ফাতেমা শিল্পী গণমাধ্যমকর্মীদের জানান, তিনি ফলাফল পাল্টানোর ঘটনায় আইনের আশ্রয় নেবেন।