জাতি ধর্ম নির্বিশেষে, মানবতার বিজয় হাসে এই স্লোগানে- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে মানবতার স্বপ্নঘর এর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে ।
মানবতার স্বপ্নঘর এর আয়োজনে, রেমিটেন্স যোদ্ধা সৌদি প্রবাসী মোঃ সালাউদ্দিন ও লাভলু আলমের সহযোগীতায় আজ সকাল ৯.৩০ হতে দুপুর ১ ঘটিকা প্রর্যন্ত সীতাকুণ্ড কলেজ রোড়ের সম্মুখে ২৮৩ জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয় ।
এতে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সমাজ কল্যাণ সম্পাদক কামরুল আলম, সংগঠনের সভাপতি সবুজ নাথ, যুগ্ন-সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসরাত রহমান, মহিলা ও শিশু সম্পাদক বিবি হাজেরা মুক্তা, সাংস্কৃতিক সম্পাদক মিয়াজী রুবেল, ক্রিড়া সম্পাদক আয়মন ইসলাম সাইমন, ক্যাম্পিং সম্পাদক এস.টি.কে সৌরভ, সদস্য মোঃ বাবলু, মোশারফ হোসেন, সাইফুল ইসলাম ও আরিফ চৌধুরী প্রমুখ ।