চট্টগ্রাম জেলার হাটহাজারীর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সকাল আটটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার হাটহাজারী-নাজিরহাট সড়কের পাশে অনুষ্ঠিত ইজতেমা মাঠে এ মোনাজাত হয়।
আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরুব্বী মাওলানা রবিউল হক। তার সঙ্গে লাখো মুসল্লি দুই হাত তুলে ‘আমিন, আমিন ধ্বনি’ তোলেন। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিদের ‘আমিন, আমিন ধ্বনিতে’ মুখরিত হয়ে ওঠে হাটহাজারীর চারিয়া গ্রামসহ আশপাশের এলাকা।
জানা যায়, চট্টগ্রাম বিভাগীয় তাবলিগ জামাতের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার মূল কার্যক্রম উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে তাবলিগ জামাতের তিন চিল্লার সাথীদের নিয়ে গত শুক্রবার ফজর নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয়। এ জোড় ইজতেমায় অংশগ্রহণ করতে গত ২৩ নভেম্বর বুধবার থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের আশপাশের আলেমণ্ডওলামা ও তাবলিগের তিন চিল্লা স¤পন্নকারীরা অংশগ্রহণ করেছেন। তাছাড়া পাঁচ দিনের জোড় ইজতেমা ঢাকার টঙ্গী মাঠের বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি উপলক্ষে দাওয়াত ও তাবলীগের কার্যক্রম পরিচালনার জন্য মূলত এই জোড় অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব ইজতেমা সফলতার জন্য পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতি বছর বিশ্ব ইজতেমার কমপক্ষে ৪০ দিন আগে বিভিন্ন জেলায় তিন দিনের জন্য জোড় আয়োজন করা হয়। বিশ্ব ইজতেমাকে সফল করার উদ্দেশ্যে এবং মানুষকে আল্লাহর পথে নেওয়ার জন্য এবার হাটহাজারীতে (২৪, ২৫, ২৬, ২৭, ২৮ নভেম্বর) পাঁচ দিনের এ জোড় ইজতেমার আয়োজন করা হয়।
আজ শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে আশপাশের এলাকা থেকে মুসল্লিরা আসতে থাকেন। পাঁচ দিনব্যাপী এই ইজতেমায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলাসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা জমায়েত হন। এ ছাড়া ভারত ও পাকিস্তান থেকেও অনেক মুসল্লি এবারের জোড় ইজতেমায় অংশ নেন।
ঢাকার টঙ্গী মাঠের বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি উপলক্ষে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম পরিচালনার জন্য এই আয়োজন। তিনি আরও বলেন, বিশ্ব ইজতেমার সাফল্যের জন্য পরামর্শ ও দিকনির্দেশনা এ সময় দেওয়া হয়েছে। তাবলিগ জামাতের হাজারো মুসল্লি এতে অংশ নিয়েছেন। প্রশাসনসহ সবার সহযোগিতায় জোড় ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তাবলিগ জামাতের চট্টগ্রাম বিভাগীয় আমির আল্লামা মুফতি জসিম উদ্দিন।