লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রুবেল ।
জানা যায়, পদপ্রত্যাশী রুবেল ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দলের দু:সময়ে উপজেলা ছাত্রলীগের রাজনীর সাথে জড়িত থেকে মিছিল মিটিংএ অংশগ্রহণ করেছেন।
জানতে চাইলে পদ প্রত্যাশী রবিউল ইসলাম রুবেল জানান, দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের দুঃসময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত ছিলাম। সম্মেলনে আমি যোগ্য পদ পাব বলে আশা রাখি।’ আশা করি নতুন কমিটিতে যুবলীগ আমাকে মূল্যায়ন করবে। নেতৃবৃন্দ দায়িত্ব দিলে জাতির জনক শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাব।
এদিকে তৃণমূলের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে সম্পৃক্ত এমন কয়েকজন নেতার সাথে কথা বলে জানা যায়, ছাত্রলীগের রাজনীতি করাকালীন সময়ে রুবেল সব আন্দোলন সংগ্রামে মাঠে সংক্রিয় ছিল, বিশেষ করে রাজাকার সাঈদীসহ যুদ্ধাপরাধীদের বিচার এবং রায় পরবর্তী সহিংসতা রোধে রুবেল কে সব সময় পেয়েছে। দূর্ভাগ্যজনক কারণে সে ছাত্রলীগের পদবঞ্চিত হলেও মাঠ ছেড়ে যায়নি এবং যুবলীগের রাজনীতিতে সক্রিয় আছে। তাকে মূল্যায়ন করলে দল উপকৃত হবে বলে তারা আশা করেন।