আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসংযোগ ও সভা করেছেন। এ সময় তিনি দেশের উন্নয়নের স্বার্থে ভোট কেন্দ্রে গিয়ে সকল ভোটারদের নির্ভিঘ্নে ভোট প্রদানের আহবান জানান।
শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার উত্তর ছাদেকনগর, কদলবাড়ি, মনোহর বাড়ি, নাথপাড়া, নমঃসুদ্রপাড়া, পেস্কারহাট, ধুরং, বাইগ্যার বাড়ি, পূর্ব গুমাণমর্দ্দন, কাটাখালীর কুল, কানাইয়ারহাট, বড়ুয়া পাড়া, মাস্টার পাড়া, বালুখালী, নুরুইক্কার দোকান, জিলনীবাজার, সুলতানবাড়ি মুৎসুদ্দিপাড়া বোয়ালিয়ারকুল ইত্যাদি এলাকায় তিনি এ জনসংযোগ করেন।
জনসংযোগ কালে ওই ইউপির কাটাখালীরকুল এলাকায় এক পথসভার আয়োজন করা হয়। আয়োজিত নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন নূরুল আনোয়ার। সভায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তার বক্তব্যে বলেন, একটি নিরপেক্ষ, গ্রহনযোগ্য, সুশৃঙ্খল নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। তাই ভোটাররা নির্ভিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট পছন্দের প্রার্থীকে প্রদান করতে পরবেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নাঙ্গল প্রতীকে ভোট প্রদানের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমি ক্ষমতায় থাকাকালীন কারো প্রতি প্রতিহিংসা পরায়ন ছিলাম না । আমার এলাকায় জনগণ শান্তিতে ছিল। প্রশাসন দল মতের উর্ধে থেকে নিরপেক্ষ ভাবে কাজ করেছে। এলাকার উন্নয়নের জন্য এবার ও জনগন তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রচারণাকালে ডাঃ মইনুল ইসলাম মাহমুদ, মির্জাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আকবর হায়দার চৌধুরী, আওয়ামী নেতা ইউনুস গনি চৌধুরী, পল্লী বিদ্যূৎ সমিতি চট্টগ্রাম – ৩ এর সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন, ৪ নং গুমাণমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ ফোরকান, জাহেদুল আলম চৌধুরী, সমাজ সেবক আনোয়ারুল আজিম চৌধুরী বাবুলসহ স্হানীয় ইউ পি সদস্য ও গণ্যমান্যব্যাক্তিবর্গ সাথে ছিলেন।