জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মনোনীত চট্টগ্রাম ৩ সন্দ্বীপ সংসদীয় আসনের প্রার্থী নুরুল আকতার বলেছেন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আমি জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে সুশাসন নিশ্চিত করব, কে কোন দল করে তা বিবোচনা করব না, সন্দ্বীপ হবে একটি সুশাসনের জন্য রোল মডেল হবে, তিনি বলেন, সন্দ্বীপের ৬০ মৌজা পুনরুদ্ধার করতে আমাকে একটি বারের জন্য সুযোগ দিন।
আমি বিগত দশ বছর যাবৎ এ ষাট মৌজা পুনরুদ্ধার করার জন্য আন্দোলন করে যাচ্ছি, ২৪ ডিসেম্বর রোববার উপজেলা শহরে মশাল মিছিল শেষে তালতলী বাজারে পাশে আদর্শ মার্কেটে পথসভায় তিনি ভোটার দের উপরেক্ত প্রতিশ্রুতি দেন।
সন্দ্বীপ উপজেলা জাসদের সভাপতি শহিদুল ইসলাম রিপনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আতাউল হাকিম, সাংবাদিক চারু মিল্লাত,মগধরা সভাপতি মাইনউদ্দীন বকুল,