চট্টগ্রাম সীতাকুণ্ডের আলোকিত পুরুষ ও রণাঙ্গনের সাহসি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ এখলাছ উদ্দিন (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্না…. রাজিউন) আজ সোমবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় নগরীর ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভুগছিলেন।
ব্যাক্তি জীবনে তিনি ১ ছেলে ও ৫ মেয়ের গর্বিত পিতা ছিলেন। পূর্বেই তাঁর একমাত্র সন্তান ডা: মাসুদ পারভেজ ও সহধর্মিণী পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ৫ মেয়েসহ অসংখ্য আত্নীয় -স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
চট্টগ্রাম নগরে দুপুর ১২ টায় প্রথম জানাজা ও সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাদে যোহর দ্বিতীয় জানাজা এবং উপজেলার বহরপুর গ্রামে বাদে আসর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাইয়ের ছেলে মাস্টার ইকবাল হোসেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বহরপুর গ্রামে ১৯৩৮ সালের ২০ এপ্রিল মুক্তিযোদ্ধা এখলাছ উদ্দিনের জন্ম গ্রহন করেন। চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা এখলাছ পেশায় একজন চিকিৎসক ছিলেন। প্রায় ২৮ বছর চট্টগ্রাম কেমিক্যাল কমপেস্নক্সের প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলায় মহান মুক্তিযুদ্ধ হরিনা ক্যাম্পের ইনচার্জ ও চিকিৎসক হিসেবে সাহসীকতার সহিত দায়িত্ব পালন করে মহান স্বাধীনতার গর্বিত অংশীদার বলে নিশ্চিত করেন মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম।