শিক্ষার গুনগত মানোন্নয়নে অঙ্গিকারা বদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ৫ম শ্রেণীর মেধাবৃত্তি পরিক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে
১০ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায়, সন্দ্বীপের এনাম নাহার মোড়স্হ মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরিক্ষায় প্রতি স্কুল থেকে একজন করে শিক্ষার্থী অংশ গ্রহন করার সুযোগ পায়। পরিক্ষা ব্যবস্হপনা কমিটির সচিব সাংবাদিক ইলিয়াছ সুমন জানান এ বছর সন্দ্বীপের ৫২ টি বিদ্যালয় অংশ গ্রহন করে।
পরিক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উক্ত বৃত্তি পরিক্ষার উদ্যেগতা ও পরিক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুর রসুল হেলাল, প্রধান শিক্ষক যথাক্রমে মিঠু রাণী রায় চৌধুরী, ইউছুপ আলী মামুন, সামসাদ বেগম, আবদুর রহমান ভূইয়া রিপন, মোঃ মোস্তফা, বাবুল চন্দ্র দাস, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ সারোয়ার শিমুল, এনাম নাহার মোড় ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আসিফ আকতার, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি সাইফুল ইসলাম ইনসাফ, মাস্টার মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষক অবিভাবক ও শিক্ষার্থীরা।