মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনীখিলে অবস্থিত আল একরাম ইসলামীয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২রা মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা হায়দার আলী ফরাজির সঞ্চালনায় এবং মাদ্রাসা পরিচালনা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একরামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া সাহেব, মাদ্রাসা পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যবৃন্দ।
এতে মোট ৫০ জন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও সবক প্রদান করা হয়। সবক প্রদান করে করের হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোবারক হোসেন মিয়াজী। এছাড়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার ২৭টি ইভেন্টে খেলাধুলার এবং মেধাতালিকায় শীর্ষদের পুরস্কার বিতরণ করা হয়।