পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিক এসব কম্বল বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএনকে ফাউন্ডেশন সরফভাটা ইউনিয়নের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী।
প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা আবদুর রউফ মাস্টার। সরফভাটা ইউনিয়ন এনএনকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জমির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম সুজন, ইউপি সদস্য মো. শহীদুল্লাহ, যুবলীগ নেতা মো. আবছার, মো. সাকিব প্রমুখ। শেষে আশ্রয়ণ পল্লীর বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য রাঙ্গুনিয়াব্যাপী এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ হাজারের বেশি কম্বল বিতরণ করা হয়েছে।
ছবির ক্যাপশন; সরফভাটা আশ্রয়ণ পল্লীর বাসিন্দাদের মাঝে এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।