সন্দ্বীপের প্রথম বেসরকারি কারিগরি ট্রেনিং প্রশিক্ষন কেন্দ্র আহসান জামিল টেকনিক্যাল সেন্টার এর গরীব ও মেধাবী প্রশিক্ষণার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ২৭ মার্চ বুধবার বিকেলর ৫ টায় ট্রেনিং সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ সমিতি ইউকে ও দি হেভেন ফাউন্ডেশন ইউকে যৌথ আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ সমিতি ইউকের সহ সাবেক সভাপতি ও উপদেষ্টা মোঃ নিজাম উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন সন্দ্বীপ সমিতি ইউকের সভাপতি ইঞ্জিনিয়ার মুনির মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান।
বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, টেকনিক্যাল সেন্টারের ম্যানোজার নাছির উদ্দীন, মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যান সমিতির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিয়াদ, উম্মিল কোরা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শরিফ হায়দার, প্রতিষ্ঠান শিক্ষক মোসাদ্দেক হোসেন, নজরুল ইসলাম, অতুল প্রসাদ রায়, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাশেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক জিহাদ বাবু প্রমুখ।
বক্তরা বলেন সন্দ্বীপের প্রথম বেসরকারি কারিগরি প্রশিক্ষন কেন্দ্র আহসান জামিল টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠা লাভের পর বিগত ৭ বছর ছাত্র ছাত্রীরা প্রশিক্ষন নিয়ে দেশ বিদেশে কর্মের মাধ্যমে ইতিমধ্যে সুপ্রতিষ্ঠা লাভ করছেন।
সন্দ্বীপ সমিতি ইউকে ও দি হেভেন ফাউন্ডেশন বৃত্তি দিয়ে ছাত্র ছাত্রীদের পাশে দাড়ালে ভবিষ্যতে তারা আর বেশি কর্মমূখী হয়ে উঠবে, তারা এ ধরনের কর্মকান্ড অব্যহত রাখার আহ্বান জানান।