ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি সন্দ্বীপ উপজেলার শাখার উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেল সকাল ১০ টায় সেনের হাট উপজেলা শহরের গুপ্তছড়া সড়কে অবস্থিত ইউসিবি ব্যাংক সন্দ্বীপ শাখার কার্যালয়ে ব্যাংকটির সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মোঃ আলমগীর ৫০৯ জন নারী-পুরুষের হাতে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক সন্দ্বীপ শাখার অপারেশন এস. ফজলে রাব্বানী , সিনিয়র অফিসার জুলফিকার আলি , অফিসার আবদুল মজিদ, দেবব্রত দাস, তাপস দাস, ক্যাশ অফিসার ফেরদৌসী বেগম প্রমুখ।