ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সন্দ্বীপ শাখার উদ্যেগে মৎস্যজীবি ২০ জন, কৃষি জীবি ২০ জন, ও গবাদি পশু পালনকারী ২০ জন কে কৃষি প্রাণীসম্পদ মৎস্য খাতের উদ্যেগতাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ ১০ অক্টোবর ২৩ সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যাবস্হাপক মোঃ আলমগীর। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা।
এতে মৎস্যজীবিদের প্রশিক্ষণ দেন সন্দ্বীপ উপজেলা মৎস্য অফিসার সাইফুল ইসলাম। কৃষিজীবিদের প্রশিক্ষন দেন সন্দ্বীপ উপজেলা কৃষি অফিসার মারুফ হোসেন, গবাদি পশু জীবিদের প্রশিক্ষন দেন সন্দ্বীপ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আজম।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সন্দ্বীপ শাখার সিনিয়র অফিসার জুলফিকার আলি, ও আবদুল মজিদ প্রমুখ।