ভারসাম্য পূর্ণ অর্থনীতি, কল্যান মুখী রাজনীতি ও ইনসাফ পূর্ণ রাষ্ট্র ব্যাবস্হা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই প্রতিপাদ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সম্মেলন ১০ মার্চ শুক্রবার সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার কার্যালয়ে হারামিয়া খন্তার হাট মিজান ভবনে সংগঠনের সভাপতি মাওলানা মাইনউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম শাখার সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম পশ্চিম শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল মান্নান মুন্না, বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সন্দ্বীপ শাখার সভাপতি মুফতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটি সন্দ্বীপের সদর মাওলানা আবু বক্কর, নায়েবে সদর হাফেজ নুরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ শাখার সভাপতি মাস্টার মাকছুদুর রহমান, ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মুফতি শেখ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস আবদুল করিম, ইসলামী ছাত্র আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি জিহাদুল ইসলাম,, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমুখ। সম্মেলনে ২০২৩-২৪ সেশনের জন্য ভোটাভুটিতে মাওলানা মাইনউদ্দীন সভাপতি, মাওলানা ইসমাইল হোসেন সহসভাপতি, মাওলানা সুলতানুল ইসলাম ভুঁইয়া পূনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।