১৯মে শুক্রবার সকাল ৯ টায় চট্টগ্রাম জেলা অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার, মিরসরাই মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার প্রশিক্ষণ বিভাগের তত্বাবধানে অঞ্চল ভিত্তিক দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়। উক্ত তারবিয়াতে জেলা সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী সাহেব এর সভাপতিত্বে মাও. জসিম উদ্দিন এর সঞ্চালনায় ক্বারী আব্দুল মান্নানের স্বু-মধুর কন্ঠে কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে দুপুর ১২:৫৫টায় প্রথম অধিবেশন শেষে জুম’আর নামাজ ও দুপুরের খাবারের বিরতি হয়, এবং দুপুর ২:৩৫টায় শেষ অধিবেশনের কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪:০০টায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্পন্ন করেন।
এতে প্রধান অতিথির আলোচনা করেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ)।
বিশেষ অতিথির আলোচনা করেন নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় সহকরি দফতর সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আরও বক্তব্য রাখেন শেখ মনজুর এলাহী শওকত সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিম, ও জেলা সহকারী সেক্রেটারী মাও. রিদওয়ানুল হক।
উক্ত তারবিয়াতে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা আমেলা ও জোরারগঞ্জ, মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দীপ থানা শাখার দায়িত্বশীবৃন্দ।