চট্টগ্রাম 5:56 pm, Wednesday, 4 December 2024

ঈদের আগে আগুনে পুড়ে নিঃস্ব পরিবার

হাটহাজারীতে অগ্নিকান্ডেে ঘটনায় এক পরিবারের ছয় কক্ষ বিশিষ্ট বসতঘর পুড়ে ছাই হয়ে । এতে একেবারে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।

শনিবার (০৬ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পূর্ব মোজাফফরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকী। ঈদের প্রায় প্রস্তুতিও প্রায় শেষের দিকে। কিন্তু শবে কদর রাতে ঈদের মাত্র ৩/৪ দিন আগে শনিবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় পরিবারটির ঈদ করার সব আয়োজন এলোমেলো হয়ে গেলো। ঘটনারদিন শবে কদর রাতে উল্লেখিত এলাকার নুর মোহাম্মদ সওদাগর বাড়ির এয়ার মোহাম্মদের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলেও হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই এয়ার মোহাম্মদের ৬ কক্ষ বিশিষ্ট টিনের ঘরটি সব আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ৭/৮ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।

মেখল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় ওই পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। তিনি এমন দুর্যোগময় মূহুর্তে অগ্নিদূর্গত পরিবারটির পাশে দাঁড়িয়ে সাহায্য – সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রবাসীসহ বিত্তবানদের বিনীত অনুরোধ জানিয়েছেন।

হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ঈদের আগে আগুনে পুড়ে নিঃস্ব পরিবার

Update Time : 10:16:17 pm, Sunday, 7 April 2024

হাটহাজারীতে অগ্নিকান্ডেে ঘটনায় এক পরিবারের ছয় কক্ষ বিশিষ্ট বসতঘর পুড়ে ছাই হয়ে । এতে একেবারে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।

শনিবার (০৬ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পূর্ব মোজাফফরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকী। ঈদের প্রায় প্রস্তুতিও প্রায় শেষের দিকে। কিন্তু শবে কদর রাতে ঈদের মাত্র ৩/৪ দিন আগে শনিবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় পরিবারটির ঈদ করার সব আয়োজন এলোমেলো হয়ে গেলো। ঘটনারদিন শবে কদর রাতে উল্লেখিত এলাকার নুর মোহাম্মদ সওদাগর বাড়ির এয়ার মোহাম্মদের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলেও হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই এয়ার মোহাম্মদের ৬ কক্ষ বিশিষ্ট টিনের ঘরটি সব আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ৭/৮ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।

মেখল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় ওই পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। তিনি এমন দুর্যোগময় মূহুর্তে অগ্নিদূর্গত পরিবারটির পাশে দাঁড়িয়ে সাহায্য – সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রবাসীসহ বিত্তবানদের বিনীত অনুরোধ জানিয়েছেন।

হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।