চট্টগ্রাম 5:36 pm, Wednesday, 4 December 2024

ঈদে আসছে সাংবাদিক জনি’র গীতিকথায় রাসেল মৃধার নতুন গান ‘বন্ধু স্বজন’

ঈদুল আযহা উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন আরটিভি’র বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধা। ‘বন্ধু-স্বজন’ শিরোনামে গানটির কথা লিখেছেন সাংবাদিক কামরুল হাসান জনি। গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজন সাহা। স্টুডিও জয়ার ব্যানারে আগামী রবিবার (২৫ জুন) গানটি মুক্তি পাবে।

গানটি সম্পর্কে সুরকার ও সঙ্গীত পরিচালক রাজন সাহা বলেন, ‘গানের কথাগুলো যেকোনো শ্রোতার হৃদয়ে নাড়া দিয়ে যাবে। সেই অনুযায়ী ভাল সুর করার চেষ্টা করেছি। শ্রমও দিতে হয়েছে অনেক। স্টুডিও জয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও গানটি অনলাইনের প্রায় সব প্লাটফর্মে পাবেন শ্রোতারা।’

কণ্ঠশিল্পী রাসেল মৃধা বলেন, ‘গীতিকার গানের কথাগুলো খুব যত্নে তুলেছেন। সুর ও সঙ্গীত পরিচালনার কাজও চমৎকার হয়েছে। আশা করছি, গানটি শ্রোতাদের খুবই ভাল লাগবে। আগামীতেও এমন ভাল ভাল গান উপহার দেয় করতে চাই।

গীতিকার কামরুল হাসান জনি বলেন, ‘আমার কাছে গান মানেই জীবনের গল্প। সবসময় চেষ্টা করি, গানের মাধ্যমে জীবন তুলে ধরতে। বন্ধু-স্বজন গানটিও তেমন একটি। এটি শ্রোতাদের পছন্দ হবে।’

গানটির সাউন্ড ডিজাইন করেছেন পল্লব দে, সম্পাদনায় ছিলেন উচ্ছল সরকার ও ভিডিও পরিচালনা করেছেন সঞ্জিত চক্রবর্তী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ঈদে আসছে সাংবাদিক জনি’র গীতিকথায় রাসেল মৃধার নতুন গান ‘বন্ধু স্বজন’

Update Time : 07:08:05 pm, Friday, 23 June 2023

ঈদুল আযহা উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন আরটিভি’র বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধা। ‘বন্ধু-স্বজন’ শিরোনামে গানটির কথা লিখেছেন সাংবাদিক কামরুল হাসান জনি। গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজন সাহা। স্টুডিও জয়ার ব্যানারে আগামী রবিবার (২৫ জুন) গানটি মুক্তি পাবে।

গানটি সম্পর্কে সুরকার ও সঙ্গীত পরিচালক রাজন সাহা বলেন, ‘গানের কথাগুলো যেকোনো শ্রোতার হৃদয়ে নাড়া দিয়ে যাবে। সেই অনুযায়ী ভাল সুর করার চেষ্টা করেছি। শ্রমও দিতে হয়েছে অনেক। স্টুডিও জয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও গানটি অনলাইনের প্রায় সব প্লাটফর্মে পাবেন শ্রোতারা।’

কণ্ঠশিল্পী রাসেল মৃধা বলেন, ‘গীতিকার গানের কথাগুলো খুব যত্নে তুলেছেন। সুর ও সঙ্গীত পরিচালনার কাজও চমৎকার হয়েছে। আশা করছি, গানটি শ্রোতাদের খুবই ভাল লাগবে। আগামীতেও এমন ভাল ভাল গান উপহার দেয় করতে চাই।

গীতিকার কামরুল হাসান জনি বলেন, ‘আমার কাছে গান মানেই জীবনের গল্প। সবসময় চেষ্টা করি, গানের মাধ্যমে জীবন তুলে ধরতে। বন্ধু-স্বজন গানটিও তেমন একটি। এটি শ্রোতাদের পছন্দ হবে।’

গানটির সাউন্ড ডিজাইন করেছেন পল্লব দে, সম্পাদনায় ছিলেন উচ্ছল সরকার ও ভিডিও পরিচালনা করেছেন সঞ্জিত চক্রবর্তী।