চট্টগ্রাম 10:14 am, Saturday, 5 October 2024

ঈদ উপলক্ষে যানজট নিরসন ও দুর্ভোগ লাঘবে অভিযান

হাটহাজারীতে ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহন ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হাটহাজারী পৌরসদরে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে সাধারণ মানুষজন ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে চট্টগ্রাম জেলা প্রশাসক নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে হাটহাজারীর যেসব স্থানে যানজট তৈরি হয় সেসব স্থানে অভিযান পরিচালনা ও প্রতিবন্ধকতা সরানোর উদ্যোগ নেন হাটহাজারী উপজেলা প্রশাসন।

এদিকে হাটহাজারী পৌরসদরের বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে হাটহাজারী মাদরাসা পর্যন্ত এলাকাজুড়ে সড়কের ২ পাশের ফুটপাত ও রাস্তার ২ পাশ দখল করে পসরা সাজিয়ে যানবাহন ও পথচারিদের চলাচলে বিঘ্ন সৃস্টি করছিলো কতিপয় লোভী ব্যবসায়ী। বিষয়টি জানতে পেরে যানবাহন ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে অভিযান চালিয়ে ফুটপাত দখল করে গড়ে তোলা সেসব স্থাপনা ও মৌসুমী হকারদের উচ্ছেদ করে  প্রতিবন্ধতাগুলো দূর করা হয়।

এছাড়া অভিযানে যেসকল দোকানের সামনে অতিরিক্ত অংশ বের করা হয়েছে সেসব বর্ধিত অংশও অপসারণ করা হয়। এ সময় সড়ক দখলের অভিযোগে এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়েছে। অপরদিকে একইদিন পৌরসদরের বেশ কিছু সেলুন পরিদর্শন করে মাত্রাতিরিক্ত মূল্য আদায়ের ব্যাপারে সতর্ক করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনদূর্ভোগ লাঘবে জেলা প্রশাসক চট্টগ্রাম মহোদয়ের বিভিন্ন নির্দেশনার প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি এ বিষয়ে সকলকে সহযোগিতা করার আহবান জানান। এবং সেলুনে মাত্রাতিরিক্ত মূল্য আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা উপজেলা প্রশাসনকে জানানোরও পরামর্শ দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে রূপসী ঝর্ণায় ২ শিক্ষার্থীর মৃত্যু

ঈদ উপলক্ষে যানজট নিরসন ও দুর্ভোগ লাঘবে অভিযান

Update Time : 08:05:46 pm, Thursday, 20 April 2023

হাটহাজারীতে ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহন ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হাটহাজারী পৌরসদরে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে সাধারণ মানুষজন ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে চট্টগ্রাম জেলা প্রশাসক নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে হাটহাজারীর যেসব স্থানে যানজট তৈরি হয় সেসব স্থানে অভিযান পরিচালনা ও প্রতিবন্ধকতা সরানোর উদ্যোগ নেন হাটহাজারী উপজেলা প্রশাসন।

এদিকে হাটহাজারী পৌরসদরের বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে হাটহাজারী মাদরাসা পর্যন্ত এলাকাজুড়ে সড়কের ২ পাশের ফুটপাত ও রাস্তার ২ পাশ দখল করে পসরা সাজিয়ে যানবাহন ও পথচারিদের চলাচলে বিঘ্ন সৃস্টি করছিলো কতিপয় লোভী ব্যবসায়ী। বিষয়টি জানতে পেরে যানবাহন ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে অভিযান চালিয়ে ফুটপাত দখল করে গড়ে তোলা সেসব স্থাপনা ও মৌসুমী হকারদের উচ্ছেদ করে  প্রতিবন্ধতাগুলো দূর করা হয়।

এছাড়া অভিযানে যেসকল দোকানের সামনে অতিরিক্ত অংশ বের করা হয়েছে সেসব বর্ধিত অংশও অপসারণ করা হয়। এ সময় সড়ক দখলের অভিযোগে এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়েছে। অপরদিকে একইদিন পৌরসদরের বেশ কিছু সেলুন পরিদর্শন করে মাত্রাতিরিক্ত মূল্য আদায়ের ব্যাপারে সতর্ক করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনদূর্ভোগ লাঘবে জেলা প্রশাসক চট্টগ্রাম মহোদয়ের বিভিন্ন নির্দেশনার প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি এ বিষয়ে সকলকে সহযোগিতা করার আহবান জানান। এবং সেলুনে মাত্রাতিরিক্ত মূল্য আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা উপজেলা প্রশাসনকে জানানোরও পরামর্শ দেন তিনি।