রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে এসএসসিতে জিপিএ -৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (৭ ডিসেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উত্তর রাঙ্গুনিয়া এলাকার মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৬২জন কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট নিখিল কুমার নাথ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এবং ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মহিবুল কবির জাহেদী। কলেজের অধ্যাপক মো. আলমগীর’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সরকারি অধ্যাপক শামীমা নাসরিন মুক্তা, ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, উপাধ্যক্ষ মো. কামাল উদ্দিন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. জামাল উদ্দিন, এস এম ইদ্রিস, কাজী সিরাজুল হক, প্রধান শিক্ষক বেলাল হোসেন, আলমগীর হোসেন, বাদল কুমার বড়ুয়া, নেছার উদ্দিন চৌধুরী, দিলীপ কুমার দেওয়ানজী, মো. শহিদুল্লাহ প্রমুখ।
শেষে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।