“মাদককে না বলুন৷,ক্রীড়াকে হ্যা বলুন” এই স্লোগানে রাঙ্গুনিয়া উপজেলায় উত্তর রাঙ্গুনিয়া প্রিমিয়ার লীগের ৪র্থ আসরের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে উত্তর রাঙ্গুনিয়া রাশেদ স্মৃতি সংসদের আয়োজনে ৪ দলের অংশগ্রহনে স্থানীয় উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়। খেলার শুরুতে সংগঠনের অন্যতম সিনিয়র খেলোয়াড় প্রয়াত মো. ওয়াহিদুল ইসলাম অপুর স্মরনে নিরবতা পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা ও উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য এস এম ইদ্রিস। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়াবিদ মীর মোহাম্মদ আজমগীর, কামাল উদ্দিন, ইদ্রিস চৌধুরী প্রমুখ।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় ফায়ার ব্রাদার্স এর প্রতিদ্বন্দ্বিতা করে রাইসিং স্টার ৩৮ রানের জয় লাভ করে। উল্লেখ্য স্থানীয় খেলোয়াড়দের নিয়ে প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।