রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদার।
প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী আজিজুল ইসলাম তালুকদার। শিক্ষক আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, বীর মুক্তিযোদ্ধা ফজলুল ইসলাম, মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া শাখার সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, চিকিৎসক শাহ আলম, ইঞ্জিনিয়ার শাহ আলম, বিদ্যালয়ের সহাকরী প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য খোরশেদ আলম, আলমগীর হোসেন বাবু, ফজলুল কাদের, ফুলমালা প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।