উদ্বোধন হলে সেবা পাবে মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের এবং বারইয়ারহাট পৌরসভার প্রায় ৪০ হাজার মানুষ। দীর্ঘসময়ের অপেক্ষার অবসান হতে যাচ্ছে গর্ভবতী মায়েদের স্বপ্ন বাড়ির কাছে উন্নত স্বাস্থ্য সেবা পাওয়ার।
সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে গর্ভবতীর গর্ভকালীন চিকিৎসা সেবা এবং প্রসব পরবর্তী সেবা প্রদানের লক্ষ্যে বারইয়ারহাট পৌরসভার শান্তির হাট রোড এর মুখে ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ‘হিঙ্গূলী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ নির্মাণ কাজ শেষে দ্রুত উদ্বোধনের অপেক্ষায় ।
মীরসরাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোহাম্মদ নুর জানান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখনো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে স্থাপনা বুঝিয়ে দেয়নি উনারা স্থাপনা হস্তান্তর করলে মাননীয় সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মহোদয়ের সাথে আলোচনা করে উদ্বোধনের দিন ঠিক করা হবে । এখন উদ্বোধনের অপেক্ষায় থাকাকালীন সময়েও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা নিয়মিত চলছে । আমাদের লোকবলের ঘাটতি থাকায় সব কার্যক্রম একসাথে চালু করা সম্ভব হচ্ছে না।
মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধনের বিষয়ে বারইয়ারহাট পৌরসভার মহিলা কমিশনার শিল্পী ভূমিক বলেন এটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন যাতে আমাদের নিকটস্থ রোগীরা নিজের এলাকায় ভাল স্বাস্থ্য সেবা পায়। এর জন্য আমাদের মীরসরাইয়ের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয়, উপজেলা প্রশাসন এবং মেয়র রেজাউল করিম খোকন মহোদয় কে অসংখ্য ধন্যবাদ।
ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক দেবব্রত ভট্টাচার্য জানান হিঙ্গুলী মা ও শিশু কল্যাণ কেন্দ্র সপ্তাহের ৭ দিন এবং ২৪ ঘন্টা খোলা থাকবে । প্রশিক্ষণবিহীন ধাত্রী দ্বারা প্রসব করাতে গিয়ে মা যেমন ঝুঁকিতে থাকে তেমনি অনাগত শিশুর মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকে । এ বিষয়ে এতদঅঞ্চলের মায়েদের সচেতনতা প্রয়োজন । শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমাতে ভূমিকা রাখবে সে আশাবাদ কর্মকর্তাদের।