চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড, মোঃ আমিনুর রহমান, এন ডি সি বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা দিয়েছেন, তাঁর সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনী ইস্তেহারের ঘোষণা ডিজিটাল বাংলাদেশ করে দেখিয়েছেন। এরপর উন্নত ও স্মাট বাংলাদেশ করার জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের জন্য দেশের তিনটি স্তম্ভ যথাক্রমে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও প্রজাতন্ত্রের কর্মচারীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ”
বুধবার(২৬ এপ্রিল)দুপুরের দিকে হাটহাজারী পৌরসভা পরিদর্শনে এসে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন ।
এ উপলক্ষে পৌরসভা মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম, ওসি রুহুল আমীন সবুজ। পৌরসভা ও হাটহাজারীর বিভিন্ন সমস্যা যথাক্রমে, যানযট নিরসন, হালদা নদীর নাজিরহাটস্থ পুরাতন সেতু সংস্কার, মেরামত কিংবা জনস্বার্থে নতুন সেতু নির্মাণ, দূর্ঘটনা প্রতিরোধে হাটহাজারী – নাজিরহাট মহাসড়ক সম্প্রসারন করে মহাসড়কের মাঝ বরাবর ডিভাইডার স্হাপন, বর্ষা মৌসুমে দ্রুত পাহাড়ি ঢলের পানি নিস্কাষন ও শুস্ক মৌসুমে সেচ সুবিধার জন্য হালদা নদীর সাথে সংযোগ অবৈধ দখল, ভরাট খাল ও ছড়া খনন, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী নিয়ে গবেষণাকারীদের একজায়গায় বসিয়ে সিদ্ধান্ত গ্রহন, পলিথিনের ব্যবহার রোধ,, প্রতিযোগীতা মুলকভাবে অবৈধ দখলে যাওয়া সড়ক ও জনপদ বিভাগের জায়গার দখল প্রতিরোধ, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যশিত হাটহাজারী পৌরসভার নির্বাচন, বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামাকরন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শ্রেনীকক্ষ ও লেখাপড়ার মান উন্নয়ন, বিনোদন ব্যবস্থার উন্নয়ন, পৌরসভার রেল স্টেশন এলাকায় জনচলাচলের রাস্তার উপর কর্তৃপক্ষের বাধা দূরীকরন, যানযট নিরসনে সি এন জি, ভাড়ায় চালিত গাড়ি দাঁড়ানো স্ট্যান্ড, পার্কিং এর জায়গা নির্ধারণ করাসহ নানা সমস্যা তুলে ধরে আলোচনায় অংশ গ্রহন করেন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মুহুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মদ খাঁন, পৌরসভা সহায়ক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দ প্রসাদ মহাজন, মোঃ আলী আজম, শামসুল আলম চৌধুরী, বসির আহমেদ, তফাজ্জল হোসেন ফোরকান, সাইদুল হক খোকন উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি এস এম সেলিম উদ্দিন প্রমূখ।
বিভাগীয় কমিশনার উপস্থিত লোকজনের কথা ধৈর্য সহকারে শুনে এ ব্যাপার পর্যায়ক্রমে জনস্বার্থে ব্যাবস্হা গ্রহন করা হবে বলে আশ্বস্ত করে সমস্যা সমাধানের জন্য পৌরসভা ও ইউনিয়নের ষ্ট্যাডিং কমিটির কার্যক্রম গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন।