জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি বলছেন সরকার সামাজিক সুরক্ষায় আওতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে ২৮ টি সুযোগ সুবিধা পাচ্ছে গ্রামীন জনগোষ্ঠী এ সুযোগ সুবিধা আগামীতে আরো বাড়বে, তার জন্য আগামী যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রয়েছে তাতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করা আপনাদের নৈতিক দায়িত্ব ও কতৃব্য, এমপি মিতা ৩০ সেপ্টেম্বর ২৩ সকাল ১০ টায় রহমতপুর ইউনিয়ন পরিষদে ২৮২৯ জন সামাজিক সুবিধা ভোগীদের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে উপরেক্ত কথা বলেন। রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদুল মাওলা কিশোরের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, যুগ্ম সম্পাদক শাহেদ সারোয়ার শামীম, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের নেতৃবৃন্দরা।