নব নিযুক্ত সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলমের সাথে ১৩ ডিসেম্বর ২৩ বেলা ১২ টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, আমি ১১ ডিসেম্বর বান্দরবনের রোয়াংছড়ি থেকে সন্দ্বীপ বদলি হই নির্বাচন কমিশনারের আদেশে এবং গতকাল ১২ ডিসেম্বর সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করি, তিনি আর ও জানান আমি কুমিল্লায় জম্ম গ্রহন করি এবং ৩৪ তম বিসিএস ক্যাডারের মাধ্যমে চাকুরী জীবন শুরু করি, সাংবাদিকদের উদ্যেশে তিনি বলেন আপনারা সৎ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন, কোন দলের প্রতি নয়। আমরা আপনারা কোন দলকে জিততে বা কারও জন্য কাজ প্রচারণা করতে আসেনি সব ব্যক্তি ও দল আমাদের জন্য সমান। দল আপনার পছন্দ থাকতে পারে সেটা লেখনির মাধ্যমে পরিচয় বহন করা যাবে না বলে মনে করি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সহ সভাপতি আহসান উল্ল্যাহ সজিব, সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, সদস্য আবদুর রহমান ইমন, মাহমুদুল হাসান, ও ফসিউল আলম জিসান প্রমুখ।