এই নৌকার মালিক আমি না, আমি এই নৌকার মনোনীত প্রার্থী। ৭ জানুয়ারী নৌকায় ভোট দিয়ে আপনারা আমাকে আগামী পাঁচ বছরের জন্য সংসদে পাঠালে আমি যদি আপনাদের জন্য কাজ না করি, সীতাকুণ্ডবাসীর জন্য কাজ না করি, দেশের জন্য কাজ না করি তাহলে পাঁচ বছর পর আবার যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবো তখন আপনারা আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। আমি সাবেক এমপি মরহুম আবুল কাসেম মাস্টারের ছেলে, আমার বাবা এমপি থাকা অবস্থায় কারো সাথে বেইমানি করেছে এমন কোন নজির নেই। আমিও দুবার উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় কারো সাথে বেইমানি করেছি এমন কোন নজির নেই। সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কথা গুলো বলছিলেন চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন।
তিনি আরও বলেন, আপনারা প্রতিজন ভোটারের কাছে একবার নয় প্রয়োজনে পাঁচ বার যাবেন, তাহলে সে আর আপনাকে না করতে পারবে না। আগামী ৭ জানুয়ারি আপনারা নৌকায় ভোট দিয়ে চট্টগ্রাম -৪ আসনটি শেখ হাসিনাকে উপহার দিয়ে চতুর্থ বারের মতো সরকার গঠনে সহযোগিতা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন এই আমার চাওয়া।
সোমবার (১৮ ডিসেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়াম (এলকে সিদ্দিকী স্কয়ার) সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাধারণ সম্পাদক শাহিনুর আক্তার বিউটির সঞ্চালনায় ও সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জনাবা সুরাইয়া বাকের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত এস এম আল-মামুন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আ.ম.ম দিলশাদ, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মিয়া।
আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি দেলোয়ারা বেগম, সীতাকুণ্ড মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদিকা লিপি দেওয়ানজি, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সদস্য নারগিস আক্তার, পৌর কাউন্সিলর কামরুন্নাহার কাকলি, হালিমা আক্তার, কাঞ্চন আক্তার, নার্গিস আক্তার, জাহেদা, পান্না ও কলি প্রমুখ।