আমরা এক পরিবার। ১০ বছর উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায়ও আমি বলেছিলাম আমরা এক পরিবার, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর উপজেলা পরিষদ মিলনায়তনে মাইক্রোফোন হাতে নিয়ে আজ প্রথম কথা বলছি, আজও আমি বলছি আমরা এক পরিবার। আর এক পরিবার হয়েই বিগত দিনের মতো সীতাকুণ্ডের উন্নয়নে কাজ করে যাবো। উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে কথা গুলো বলছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এসএম আল মামুন।
২৭ জানুয়ারী শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিত সংসদ সদস্যকে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সমবায় কর্মকর্তা শহীদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সাংসদ আলহাজ্ব এস এম আল মামুন ও সাংসদের সহধর্মিণী হেলেনা দিলশাদ, সীতাকুণ্ড সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, রেজাউল করিম বাহার, সাদাকাত উল্লাহ মিয়াজি, শতকত জাহাঙ্গীর, মোর্শেদ চৌধুরী, মনিরুল ইসলাম, সালাউদ্দিন আজিজ, নাজিম উদ্দীন সহ সকল কাউন্সিলর, ইউপি সদস্য ও সাংবাদিক, শিক্ষক, কর্মচারীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা সর্বশেষ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন।