হাটহাজারীর এনায়েতপুর ভজন কুঠির পরিচালনা পরিষদের সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়।
ভজন কুঠির চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীন শিক্ষাবিদ পরিমল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ অনুপম বড়ুয়া, পূজা উদযাপন পরিষদের নেতা অলক মহাজন, রনজিত কুমার চক্রবর্তী, শিক্ষক সুরেশ কুমার বৈদ্য,শিক্ষক পীযুষ কুমার নাথ, শিক্ষক বিজয় কুমার দত্ত।
শিক্ষক সঞ্চয় কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন ব্যাংকার জুয়েল দাশ। শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন শংকর চৌধুরী।
সভায় আগামী ৪ ও ৫ জুন এনায়েতপুর গ্রামের সিদ্ধ পূরুষ মহাযোগী ব্রজন্দ্র নন্দন সাধু বাবাজীর জন্ম উৎসব মহাসমারোহে উদযাপনের বাজেট প্রনয়ন করা হয়।
তাছাড়া ভজন কুঠির পরিচালনা পরিষদের কার্যকরী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার বিষয়ে আলোচনান্তে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে বর্তমান কমিটিকে বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। ভজন কুঠিরের প্রবেশদ্বারে নান্দনিক তোরন নির্মাণের বিষয়টি চুরান্ত করা হয়।