মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী এবং স্পোকেন ইংলিশ এর উদ্ভাবনী ক্লাস উপলক্ষে এমএফজেএফ এর আয়োজন হয়েছে।
১১ জুলাই (মঙ্গলবার) সকাল আট ঘটিকায় সীতাকুণ্ড ডিগ্রি কলেজ অনুষ্ঠিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মুসা ও সীতাকুণ্ড যুবাইদিয়া ফাজিল মাদ্রাসার প্রধান অধ্যক্ষ নুরুল কবির।
এছাড়া উপস্থিত ছিলেন
সীতাকুণ্ড মহিলা কলেজের ইংরেজি বিষয়ক প্রভাষক জনাব প্রবীর নন্দী ও এমএমজেএফ স্পোকেন ইংলিশ এর প্রশিক্ষক সাংবাদিক মিজানুর রহমান ইউসুফ, একুশে পত্রিকা’র সাংবাদিক এম কে মনির, সংগঠনের উপদেষ্টা নুর উদ্দীন লিটন, মো. জাহিদ হোসেন, উত্তর চট্টলা পত্রিকার সাংবাদিক রাফি চৌধুরী এবং কমিটি সদস্যরা।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী এবং সঞ্চালনা করেন সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক মোহছেনা মিনা।
সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে গত এক বছরে পরিবেশ রক্ষা, যুব সমাজের উন্নয়ন, নারীদের স্বাবলম্বি ও সমাজের উন্নতির লক্ষে প্রায় ২৭টি কর্মসূচি বাস্তবায়ন এবং দুইটি আন্তর্জাতিক পুরস্কার(মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার এবং সাউথ এশিয়া বিজনেস ও লিডারশীপ এওয়ার্ড) প্রাপ্তির পর আজ (এমএফজেএফ) ২য় বছরে পদার্পণ করছি।
সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আহমেদ আরমান সিদ্দিকী প্রতিনিধি কে জানায়,আমাদের এই পর্যন্ত বাস্তবায়িত সকল কর্মসূচিতে আমাদের পাশে থেকে আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল সদস্যকে।