চট্টগ্রাম 8:20 am, Tuesday, 15 October 2024

এসএসসির ফলাফল প্রকাশ: সন্দ্বীপে পাশের হার ৭৫.৯৬ জিপিএ ৫ পেয়েছে ৯০ জন

সন্দ্বীপ উপজেলায় ২০২৩ সালের ২৮ টি স্কুল , ৪ টি ভোকেশনাল, ও ১১ টি মাদ্রাসার এস এস সি ভোকেশনাল দাখিল পরিক্ষায় মোট পরিক্ষার্থী ৪০৫৩ জন, পাস করছে ৩০৭১ জন, জিপিএ ৫ পেয়েছে ৯০ জন,

ফলাফল অনুযায়ী দেখা যায় ১. রহমতপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ২৪৩ জন পাস করছে ১৭৮জন পাশের হার ৭৩.২৩% জিপিএ-৫ পেয়েছে ০২জন ২. কাটঘর গোলাম নবী উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৪৮ জন পাস করছে ৮৯ জন পাসের হার ৮০.৫৪% জিপিএ ৫ নেই।

৩. আয়েশা ওবায়েদ বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৬৬ জন পাস করছে ৪৮ জন পাসের ৭২.৭৩% জিপিএ-৫ নেই। ৪. পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৯৫ জন, পাস করছে ৭৭ জন পাশের হার ৮১.০৫% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন ৫. কার্গিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়( সংযুক্ত সন্দ্বীপ আনন্দ পাঠশালা) পরিক্ষার্থী ১০৯জন পাস করছে ৯৯ জন পাশের হার ৯০.৮৩% জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন

৬. মাঈটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৭৩ জন পাস করছে ৪৬ জন পাশের হার ৬২.১৬ জিপিএ-৫ নেই ৭. মধ্য সন্তোষপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১১৮ জন পাস করছে ৯৪ জন পাশের হার ৮৩.৫৮ জিপিএ-৫ নেই। ৮. মগধরা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৩৪ জন করছে ১১২ জন পাশের হার ৮৩.৫৮% জিপিএ-৫ পেয়েছে ১জন ৯. মুছাপুর হাজি আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ২০৯ জন পাশ করছে ১৩৫ জন পাশের হার ৬৩.৬৮ % জিপিএ-৫ পেয়েছে ০৩ জন ১০. জেবেন নুর সুলতান উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১২৮, পাশ করছে ৯৫ জন, জিপিএ ৫ নেই, পাশের হার ৭৪.২২% জিপিএ-৫নেই। ১১. পূর্ব সন্দ্বীপএনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৮২ জন পাস করছে ৭২ জন পাশের হার ৮১.৮২% জিপিএ-৫ পেয়েছে ১ জন।

১২. আজিমপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৩৮ জন পাশ করছে ২৬ জন পাশের হার ৬৮.৪২% জিপিএ-৫ নেই। ১৩. গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৩০ জন পাস করছে ১১৩ জন ৮৬.৯৩% জিপিএ-৫ পেয়েছে ১জন ১৪. এ কে একাডেমি পরিক্ষার্থী ১৬৯ পাস করছে ১৩৫ পাসের হার ৭৮.৯৫% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন ১৫. সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ২২৮ জন পাস করছে ১৬৩ জন পাসের হার ৭১.৪৯% জিপিএ-৫ পেয়েছে ০৮জন ১৬. সন্তোষপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৯৮ জন পাস করছে ৬৯ জন ৭০.৪১% জিপিএ-৫ নেই ১৭. সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ২২১ পাস করছে ১৫৪ জন পাসের হার ৬৮.৬৯% জিপিএ-৫ পেয়েছে ০৬জন

১৮. সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৬৬ জন পাস করছে ৫৫ জন ৮৩.৩৩% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন ১৯. সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৫৬ জন পাস করছে ১৩৪ জন পাসের হার ৮৪.৬২% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন ২০. মোমেনা সেকান্দর বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ২৪ জন পাস করছে ১৭ জন পাসের হার ৭০.৮৩% জিপিএ-৫ নেই

২১. দক্ষিণ -পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৫৯ জন পাস করছে ১০৪ জন পাসের হার ৬৫.৮২% জিপিএ-৫ পেয়েছে ০১ জন ২২. কালাপানিয়া উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৮৯ জন পাস করছে ৮৬জন পাসের ৯৬.৬৩% জিপিএ-৫ নেই। ২৩. বাউরিয়া গোলাম খালেক একাডেমি পরিক্ষার্থী ১৬৯ জন পাস করছে ১৩৫ জন পাসের হার ৭৮.৯৫% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন ২৪. মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৪২ জন পাস করছে ১০২ জন পাসের হার ৭১.৮৩ % জিপিএ-৫ নেই ২৫. সন্দ্বীপ মডেল উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৬৫ জন পাস করছে ৫১ জন পাসের হার ৭৮.১৯% জিপিএ-৫ নেই।

২৬. দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১১৭ জন পাস করছে ১০৫জন পাসের হার ৯৪.৮৭% জিপিএ-৫ পেয়েছে ০৫ জন ২৭. কাজী আফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১০২ জন পাস করছে ৬৩ জন পাসের হার ৬১. ৭৬% জিপিএ-৫ পেয়েছে ০২ জন ২৮. কালাপানিয়া চৌধুরী বিদ্যানিকেতন পরিক্ষার্থী ৩১ জন পাস করছে ২২ জন পাসের ৮৮% জিপিএ ৫ নেই।৷

এস এস সি ভোকেশনাল ১. পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৮৫ জন পাস করছে ৮২ জন পাশের হার ৯৬.১০ জিপিএ ৫ নেই, ২. সাউথ সন্দ্বীপ বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৩৪ জন পাস করছে ৩২ জন পাসের হার ৯৪.৮৩ জিপিএ ৫ পেয়েছে ০৫ জন ৩. মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৬০ জন পাস করছে ৫৮ জন পাসের হার ৯৬.৬৬ জিপিএ ৫ পেয়েছে ১ জন।

৪. পূর্ব সন্দ্বীপ ইসলামীয়া দাখিল মাদ্রাসা (দাখিল ভোকেশনাল) পরিক্ষার্থী ১৩ জন পাস করছে ১০ জন পাসের হার ৭৭.০০ জিপিএ ৫ পেয়েছে ৩ জন, ১. বশিরিয়া আহমেদীয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা পরিক্ষার্থী ৩৫ জন পাস করছে ২৪ জন পাসের হার ৬৮.৬৪ জিপিএ ৫ নেই ২. কাটঘড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিক্ষার্থী ৫৮ জন পাস করছে ৩৪ জন পাসের হার ৫৮.৯৮ জিপিএ ৫ নেই

৩.সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদ্রাসা পরিক্ষার্থী ৪৫ জন পাস করছে ৩২ জন পাসের হার ৭১.৮৫ জিপিএ ৫ নেই, ৪.সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৮৫ জন পাস করছে ৬৫ জন পাসের হার ৯৬.৯৩ জিপিএ ৫ পেয়েছে ০১ জন ৫. হাজী আবদুল মালেক ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৭২ জন পাস করছে ৬০জন পাসের হার ৮৩.৩৩ জিপিএ ৫ নেই ৬. সন্দ্বীপ মহিলা দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৪০ জন পাস করছে ১১জন পাসের হার ২৭.২৪ জিপপএ ৫ নেই।

৭. পূর্ব সন্দ্বীপ শাহাআলামীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ১৭ জন পাস করছে ১২ জন পাসের ৭০.৫৮ জিপিএ ৫ নেই ৮.পূর্ব সন্দ্বীপ ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৪৮ জন পাস করছে ২৯ জন পাসের হার ৬০.১৯ জিপিএ ৫ নেই ৯. মুছাপুর শেখ মুহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৩৫ জন পাস করছে ২০ জন পাসের হার ৫৭.১৪ জিপিএ ৫ নেই ১০.সারিকাইত মমতাজুল ইসলাম দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ২৯জন পাস করছে ১৩ জন পাসের হার ৪৪.৮২ জিপিএ ৫ নেই ১১ ডাঃ আহমদ উল্যাহ সালেহা আল জাদিদ দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ১৫ জন পাশ করছে ১৪ জন পাশের হার ৯৩.৩৩ জিপিএ ৫ নেই।

সন্দ্বীপে গতবারের চেয়ে পরিক্ষার্থী বেড়েছে ৩৩৩ জন, কিন্তু ফলাফলে দেখা যায় পাশের হার ও জিপিএ ৫ উভয় কমেছে এ বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, ২০২২ সালে সন্দ্বীপে পরিক্ষাথী ছিল ৩৭২০ জন এবার পরিক্ষার্থী

৪০৫৩ জন এ থেকে ২০২২ সালে সন্দ্বীপ থেকে মাধ্যমিক স্তরে এ+ পেয়েছে ২০৮ জন, এবার এ+ পেয়েছে ৯০ জন। এ থেকে অনুমেয় আমাদের স্কুল-মাদরাসা সমুহে পড়ালেখার মান কোন পর্যায়ে। তিনি এই অবস্থা থেকে উত্তরণে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি স্কুল-মাদরাসা সমুহে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশ পূর্ণগঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ কর

এসএসসির ফলাফল প্রকাশ: সন্দ্বীপে পাশের হার ৭৫.৯৬ জিপিএ ৫ পেয়েছে ৯০ জন

Update Time : 12:50:17 am, Saturday, 29 July 2023

সন্দ্বীপ উপজেলায় ২০২৩ সালের ২৮ টি স্কুল , ৪ টি ভোকেশনাল, ও ১১ টি মাদ্রাসার এস এস সি ভোকেশনাল দাখিল পরিক্ষায় মোট পরিক্ষার্থী ৪০৫৩ জন, পাস করছে ৩০৭১ জন, জিপিএ ৫ পেয়েছে ৯০ জন,

ফলাফল অনুযায়ী দেখা যায় ১. রহমতপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ২৪৩ জন পাস করছে ১৭৮জন পাশের হার ৭৩.২৩% জিপিএ-৫ পেয়েছে ০২জন ২. কাটঘর গোলাম নবী উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৪৮ জন পাস করছে ৮৯ জন পাসের হার ৮০.৫৪% জিপিএ ৫ নেই।

৩. আয়েশা ওবায়েদ বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৬৬ জন পাস করছে ৪৮ জন পাসের ৭২.৭৩% জিপিএ-৫ নেই। ৪. পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৯৫ জন, পাস করছে ৭৭ জন পাশের হার ৮১.০৫% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন ৫. কার্গিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়( সংযুক্ত সন্দ্বীপ আনন্দ পাঠশালা) পরিক্ষার্থী ১০৯জন পাস করছে ৯৯ জন পাশের হার ৯০.৮৩% জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন

৬. মাঈটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৭৩ জন পাস করছে ৪৬ জন পাশের হার ৬২.১৬ জিপিএ-৫ নেই ৭. মধ্য সন্তোষপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১১৮ জন পাস করছে ৯৪ জন পাশের হার ৮৩.৫৮ জিপিএ-৫ নেই। ৮. মগধরা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৩৪ জন করছে ১১২ জন পাশের হার ৮৩.৫৮% জিপিএ-৫ পেয়েছে ১জন ৯. মুছাপুর হাজি আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ২০৯ জন পাশ করছে ১৩৫ জন পাশের হার ৬৩.৬৮ % জিপিএ-৫ পেয়েছে ০৩ জন ১০. জেবেন নুর সুলতান উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১২৮, পাশ করছে ৯৫ জন, জিপিএ ৫ নেই, পাশের হার ৭৪.২২% জিপিএ-৫নেই। ১১. পূর্ব সন্দ্বীপএনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৮২ জন পাস করছে ৭২ জন পাশের হার ৮১.৮২% জিপিএ-৫ পেয়েছে ১ জন।

১২. আজিমপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৩৮ জন পাশ করছে ২৬ জন পাশের হার ৬৮.৪২% জিপিএ-৫ নেই। ১৩. গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৩০ জন পাস করছে ১১৩ জন ৮৬.৯৩% জিপিএ-৫ পেয়েছে ১জন ১৪. এ কে একাডেমি পরিক্ষার্থী ১৬৯ পাস করছে ১৩৫ পাসের হার ৭৮.৯৫% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন ১৫. সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ২২৮ জন পাস করছে ১৬৩ জন পাসের হার ৭১.৪৯% জিপিএ-৫ পেয়েছে ০৮জন ১৬. সন্তোষপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৯৮ জন পাস করছে ৬৯ জন ৭০.৪১% জিপিএ-৫ নেই ১৭. সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ২২১ পাস করছে ১৫৪ জন পাসের হার ৬৮.৬৯% জিপিএ-৫ পেয়েছে ০৬জন

১৮. সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৬৬ জন পাস করছে ৫৫ জন ৮৩.৩৩% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন ১৯. সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৫৬ জন পাস করছে ১৩৪ জন পাসের হার ৮৪.৬২% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন ২০. মোমেনা সেকান্দর বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ২৪ জন পাস করছে ১৭ জন পাসের হার ৭০.৮৩% জিপিএ-৫ নেই

২১. দক্ষিণ -পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৫৯ জন পাস করছে ১০৪ জন পাসের হার ৬৫.৮২% জিপিএ-৫ পেয়েছে ০১ জন ২২. কালাপানিয়া উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৮৯ জন পাস করছে ৮৬জন পাসের ৯৬.৬৩% জিপিএ-৫ নেই। ২৩. বাউরিয়া গোলাম খালেক একাডেমি পরিক্ষার্থী ১৬৯ জন পাস করছে ১৩৫ জন পাসের হার ৭৮.৯৫% জিপিএ-৫ পেয়েছে ০৪ জন ২৪. মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১৪২ জন পাস করছে ১০২ জন পাসের হার ৭১.৮৩ % জিপিএ-৫ নেই ২৫. সন্দ্বীপ মডেল উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৬৫ জন পাস করছে ৫১ জন পাসের হার ৭৮.১৯% জিপিএ-৫ নেই।

২৬. দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১১৭ জন পাস করছে ১০৫জন পাসের হার ৯৪.৮৭% জিপিএ-৫ পেয়েছে ০৫ জন ২৭. কাজী আফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ১০২ জন পাস করছে ৬৩ জন পাসের হার ৬১. ৭৬% জিপিএ-৫ পেয়েছে ০২ জন ২৮. কালাপানিয়া চৌধুরী বিদ্যানিকেতন পরিক্ষার্থী ৩১ জন পাস করছে ২২ জন পাসের ৮৮% জিপিএ ৫ নেই।৷

এস এস সি ভোকেশনাল ১. পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৮৫ জন পাস করছে ৮২ জন পাশের হার ৯৬.১০ জিপিএ ৫ নেই, ২. সাউথ সন্দ্বীপ বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৩৪ জন পাস করছে ৩২ জন পাসের হার ৯৪.৮৩ জিপিএ ৫ পেয়েছে ০৫ জন ৩. মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী ৬০ জন পাস করছে ৫৮ জন পাসের হার ৯৬.৬৬ জিপিএ ৫ পেয়েছে ১ জন।

৪. পূর্ব সন্দ্বীপ ইসলামীয়া দাখিল মাদ্রাসা (দাখিল ভোকেশনাল) পরিক্ষার্থী ১৩ জন পাস করছে ১০ জন পাসের হার ৭৭.০০ জিপিএ ৫ পেয়েছে ৩ জন, ১. বশিরিয়া আহমেদীয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা পরিক্ষার্থী ৩৫ জন পাস করছে ২৪ জন পাসের হার ৬৮.৬৪ জিপিএ ৫ নেই ২. কাটঘড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিক্ষার্থী ৫৮ জন পাস করছে ৩৪ জন পাসের হার ৫৮.৯৮ জিপিএ ৫ নেই

৩.সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদ্রাসা পরিক্ষার্থী ৪৫ জন পাস করছে ৩২ জন পাসের হার ৭১.৮৫ জিপিএ ৫ নেই, ৪.সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৮৫ জন পাস করছে ৬৫ জন পাসের হার ৯৬.৯৩ জিপিএ ৫ পেয়েছে ০১ জন ৫. হাজী আবদুল মালেক ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৭২ জন পাস করছে ৬০জন পাসের হার ৮৩.৩৩ জিপিএ ৫ নেই ৬. সন্দ্বীপ মহিলা দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৪০ জন পাস করছে ১১জন পাসের হার ২৭.২৪ জিপপএ ৫ নেই।

৭. পূর্ব সন্দ্বীপ শাহাআলামীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ১৭ জন পাস করছে ১২ জন পাসের ৭০.৫৮ জিপিএ ৫ নেই ৮.পূর্ব সন্দ্বীপ ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৪৮ জন পাস করছে ২৯ জন পাসের হার ৬০.১৯ জিপিএ ৫ নেই ৯. মুছাপুর শেখ মুহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ৩৫ জন পাস করছে ২০ জন পাসের হার ৫৭.১৪ জিপিএ ৫ নেই ১০.সারিকাইত মমতাজুল ইসলাম দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ২৯জন পাস করছে ১৩ জন পাসের হার ৪৪.৮২ জিপিএ ৫ নেই ১১ ডাঃ আহমদ উল্যাহ সালেহা আল জাদিদ দাখিল মাদ্রাসা পরিক্ষার্থী ১৫ জন পাশ করছে ১৪ জন পাশের হার ৯৩.৩৩ জিপিএ ৫ নেই।

সন্দ্বীপে গতবারের চেয়ে পরিক্ষার্থী বেড়েছে ৩৩৩ জন, কিন্তু ফলাফলে দেখা যায় পাশের হার ও জিপিএ ৫ উভয় কমেছে এ বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, ২০২২ সালে সন্দ্বীপে পরিক্ষাথী ছিল ৩৭২০ জন এবার পরিক্ষার্থী

৪০৫৩ জন এ থেকে ২০২২ সালে সন্দ্বীপ থেকে মাধ্যমিক স্তরে এ+ পেয়েছে ২০৮ জন, এবার এ+ পেয়েছে ৯০ জন। এ থেকে অনুমেয় আমাদের স্কুল-মাদরাসা সমুহে পড়ালেখার মান কোন পর্যায়ে। তিনি এই অবস্থা থেকে উত্তরণে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি স্কুল-মাদরাসা সমুহে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবি জানান।