মৃত্যুর ৭ দিন পর ওমানের কর্মস্থলে দূর্ঘটনায় নিহত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা শাহজানের (৪৫) মরদেহ গ্রামের বাড়ীতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারী) বাদে আছর পর্শ্চিম মেখল ফকিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে সন্ধ্যার দিকে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এর আগে গতকাল বুধবার দুপুরের দিকে ওমানের কোলা হসপিটালের হিমঘর থেকে কফিনবন্দি করে ওমান বিমান বন্দরে শাহজানের মরদেহ বুঝিয়ে দেয়া হয়।
উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ হাজী আমীর হোসেন বাড়ীর মো.নুর মোহাম্মদের পুত্র তিন কন্যা সন্তানের পিতা রেমিট্যান্স যোদ্ধা ওমান প্রবাসী মরহুম শাহজান গত শুক্রবার ৩০ ডিসেম্বর ছুটির দিনে রাজধানী মাসকাটের জেপরিন নামক স্থানে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে দ্রুত ওথাইয়া এলাকার সরকারি কোলা হাসপাতালে নিয়ে যান। ওইদিন সন্ধ্যার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়। মৃত্যুর পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং দেশে মরহুমের লাশ নিয়ে আসার সব প্রক্রিয়া শেষে প্রথমে ওমানের মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইটে করে চট্টগ্রামের শাহ-আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয় । পরে বিমানবন্দর থেকে মরদেহ এ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ীতে নেয়া হলে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃস্টি হয়। তার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। এলাকাবাসীও তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না।