ভারতে কমিনিউষ্ট পাটির অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনীতিবিদ সাংবাদিক ও লেখক কমরেড মোজফফর আহমদের ৪৯ তম প্রায়ণ বার্ষিকী উপলক্ষে সাগর সংগ্রামী নাট্যদল সন্দ্বীপের আয়োজনে এ স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগর সংগ্রামী নাট্যদলের অধিকর্তা, সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী।
২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭ টা বাংলাদেশ নারী প্রগতি সংঘ এনাম নাহার মোড় অফিসের কনফারেন্স রুমে উক্ত স্মৃতি চারণ ও আলোচনা সভা সঞ্চালনা করেন সাগর সংগ্রামী নাট্যদলের শিল্পকর্তা, কবি প্রবন্ধিক নীলাঞ্জন বিদ্যুৎ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কমরেড মোজফফর আহমদের নাতি সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান খান।
সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার তাহের মঞ্জুর কলেজের অধ্যক্ষ, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক মুকতাদের আজাদ খান, হারামিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভূমি দাতা যুক্তরাষ্ট প্রবাসী নুরুল ইসলাম বাহার, পূর্ব সন্দ্বীপ হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল হান্নান, সহ প্রধান শিক্ষক টিকলু মজুমদার, আজিমপুর হাই স্কুলের সহ প্রধান শিক্ষক নজরুল ইসলাম সবুজ, প্রবীন নাট্য ব্যক্তিত্ব কামাল উদ্দীন তালুকদার, নিজেরা করি সন্দ্বীপ অঞ্চল প্রধান মতিয়ার রহমান, সন্দ্বীপ প্রেসক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন মনি, কবি প্রবন্ধিক মোস্তফা হায়দার, এনাম নাহার হাই স্কুলের মোড় ব্যবসা কল্যাণ সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, যুগ্ম আহবায়ক মিলাদ মোদাচ্ছির ও জামাল আবদুল নাছির শাহী, মাস্টার বিধান চন্দ্র দাস, সন্দ্বীপ উপজেলা জাসদের সভাপতি শহিদুল ইসলাম রিপন, বই চিন্তার সমন্বয়ক নজরুল নাইম, রেডিও দ্বীপের আরজে আবদুর রহমান ইমন, সহ অনেকে।
স্মৃতিচারণ বক্তব্য কমরেড মোজফ্ফর আহমদের নাতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান খান বলেন তিনি নির্লোভ ও সৎ ও সাম্যবাদী আর্দশের রাজনৈতিক চর্চা করছেন আজীবন, দাদার সেই রাজনৈতি বা সেই আদর্শের আজ বড় অবাব, তিনি মানুষের সংগ্রাম ও অধিকারের কথা বলতে গিয়ে জীবনের বহু সময় জেলে ছিলেন। সন্দ্বীপে ও তিনি নজর বন্ধি ছিলেন।