ভারতীয় উপমহাদেশের কমিনিউষ্ট পাটির অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনৈতিবিদ, সাংবাদিক ও লেখক কমরেড মোজাফফর আহমেদের ৪৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আয়েজনে ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সৌজন্যে – বক্তারা বলেন কমরেড মোজাফফর আহমেদ এক অবিনশ্বর চেতনার নাম, তিনি আজীবন সাম্যর কথা বলেছেন, সাম্য প্রতিষ্ঠার জন্য কারাবরণ করছেন, উৎসর্গ করছেন জীবন, তার আদর্শ চিঠিয়ে দিতে না পারলে সমাজ অন্ধকার মুক্ত হবে না,বাংলাদেশের দ্বীপ উপজেলা সন্দ্বীপের সন্তান উপমহাদেশ ও বিশ্বব্যপি সাম্যের যে আন্দোলন প্রতিষ্ঠায় সংগ্রাম করছেন তা অবিস্মরণীয় ও চিরঞ্জীব হয়ে থাকবে, তিনি বৃটিশ আমলে গনবাণী, গনশক্তি, দৈনিক স্বাধীনতা, দৈনিক গনশক্তি ইত্যাদি পত্রিকা প্রকাশে তার অবদান স্মরণীয়, বক্তরা বাংলাদেশ সরকারের প্রতি এ মহান ব্যক্তিত্বের স্মৃতির সংরক্ষণ ও স্থাপনা প্রতিষ্ঠার জোর দাবি জানান। ১৮ ডিসেম্বর ২০২২ রোববার সন্ধ্যা ৬ টায় এনাম নাহার মোড় নিউ তাজ হোটেল রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে –
বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক পাক্ষিক উত্তর চট্টলার প্রতিবেদক ইলিয়াছ সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার উপদেষ্টা ও প্রবীন রাজনৈতিবিদ মাস্টার শহিদুল্লাহ, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার উপদেষ্টা মাস্টার আবুল কাশেম শিল্পী, আজিমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, কবি প্রবন্ধিক নীলাঞ্জন বিদ্যুৎ, সাগরকণ্য সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি মোস্তফা হায়দার, রেডিও দ্বীপের ষ্টোশন ম্যানোজার, খুটিনাটি সেচ্ছাসেবক সম্পাদক বকতিয়ার উদ্দীন, সন্দ্বীপ সিএসপি এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মিলাদ মোদাচ্ছির, জামাল আবদুল নাছির শাহী, ও সদস্য ফয়সাল আসির প্রমুখ।