মিরসরাই উপজেলা আওয়ামীলীগ ঘোষিত মাস ব্যাপী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১ নং করের হাট ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে করেরহাট রাজ কুমার কমিউনিটি সেন্টারে এই শোক সভা অনুষ্ঠিত হয়। পঁচাত্তরের ১৫ আগষ্ট নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সেলিম ও যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। এইসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, সদস্য নিজাম উদ্দিন, সদস্য মোহাম্মদ আফসার চৌধুরী, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল্লাহ মেম্বার, সহ-সভাপতি কালু কুমার, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক আকতার হোসেন, মিরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেদায়েত উল্লাহ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইসময় বক্তারা স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন আলোকিত দিক সম্পর্কে আলোচনা করেন ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।