মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সরকারতালুক গ্রামে অবস্থিত জান্নাতুল আবরার তাহফিজুল কুরআন বালক বালিকা মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে মাদ্রাসা কক্ষে হেফজ বিভাগের ৮ জন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়।
সবক প্রদান করেন জামেয়া আবু বক্কর সিদ্দিক (র.) আল ইসলামিয়া মাদ্রাসার মাওলানা আবুল হোসাইন। সবক প্রদান শেষে দোয়া মোনাজাত করেন করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোবারক হোসেন।
মাদ্রাসার প্রধান শিক্ষক মনছুর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান গিয়াস উদ্দিন জসিম।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইমরুল আলম, সমাজসেবক জানে আলম, সরকারতালুক জামে মসজিদের খতিব জাহাঙ্গীর আলম, উদয়ন ক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।