চট্টগ্রাম 6:51 am, Wednesday, 2 July 2025

করেরহাট ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন প্রধানমন্ত্রীর উপহারের চাল পেয়ে খুশি দুই সহস্রাধীক দরিদ্র নারী। চট্টগ্রামের মিরসরাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেয়ে খুশি হয়েছে এসব মানুষ । সোমবার (২৬ জুন) সকাল থেকে ১ নং করেরহাট ইউপি কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করেন ১ নং করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া চাল পেয়ে খুশিতে আত্মহারা হত-দরিদ্র নারী সমাজ। চাল নিতে আসা বিশ্বটিলা বাসিন্দা মোমেনা খাতুন বলেন, ‘অভাব অনটনে সঋসার চলে, দিন মুজুর ব্যক্তিদের কাজ সবসময় থাকে না উপহারের চাল উপকারে আসবে।

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন বলেন, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় দুই হাজার হতদরিদ্র নারীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি হারে চাল তুলে দেয়া হয়।

করেরহাট ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ ছিলো ১৩শ জনের। সেক্ষেত্রে তালিকা দীর্ঘ হওয়ায় চেয়ারম্যানের নিজের ব্যক্তিগত তহবিল থেকে বাকি ৭শ নারীকে চাল উপহার দেন।

ইউনিয়ন পরিষদের সদস্য মো. শহীদ উদ্দিন জানান, ১ নং করেরহাট ইউনিয়নের জনগণ অন্য যেকোন ইউনিয়নের থেকে বেশি। এছাড়া এখানকার পাহাড়ী জনপদের ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা অগ্রাধিকার পেয়েছে। তালিকা দীর্ঘ হওয়ার দরুন সরকারি বরাদ্দের চেয়ে আরো ৭শ বাড়িয়ে চেয়ারম্যান নিজের অর্থায়নে বাকি চালগুলো বিতরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

করেরহাট ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ

Update Time : 11:37:06 pm, Monday, 26 June 2023

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন প্রধানমন্ত্রীর উপহারের চাল পেয়ে খুশি দুই সহস্রাধীক দরিদ্র নারী। চট্টগ্রামের মিরসরাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেয়ে খুশি হয়েছে এসব মানুষ । সোমবার (২৬ জুন) সকাল থেকে ১ নং করেরহাট ইউপি কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করেন ১ নং করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া চাল পেয়ে খুশিতে আত্মহারা হত-দরিদ্র নারী সমাজ। চাল নিতে আসা বিশ্বটিলা বাসিন্দা মোমেনা খাতুন বলেন, ‘অভাব অনটনে সঋসার চলে, দিন মুজুর ব্যক্তিদের কাজ সবসময় থাকে না উপহারের চাল উপকারে আসবে।

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন বলেন, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় দুই হাজার হতদরিদ্র নারীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি হারে চাল তুলে দেয়া হয়।

করেরহাট ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ ছিলো ১৩শ জনের। সেক্ষেত্রে তালিকা দীর্ঘ হওয়ায় চেয়ারম্যানের নিজের ব্যক্তিগত তহবিল থেকে বাকি ৭শ নারীকে চাল উপহার দেন।

ইউনিয়ন পরিষদের সদস্য মো. শহীদ উদ্দিন জানান, ১ নং করেরহাট ইউনিয়নের জনগণ অন্য যেকোন ইউনিয়নের থেকে বেশি। এছাড়া এখানকার পাহাড়ী জনপদের ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা অগ্রাধিকার পেয়েছে। তালিকা দীর্ঘ হওয়ার দরুন সরকারি বরাদ্দের চেয়ে আরো ৭শ বাড়িয়ে চেয়ারম্যান নিজের অর্থায়নে বাকি চালগুলো বিতরণ করেন।