চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা কাজীর বাজার (প্রকাশ) চিতাখোলার পাশে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে মাওলানা এমদাদ উল্লাহ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) সকালে পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। খরব পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিখোঁজের দুই ঘন্টা তার মৃতদেহ উদ্ধার করে। এমদাদ উল্লাহ একই এলাকার সাবেক ইউপি সদস্য মাওলানা ফয়জুল্লা’র বড় ভাই।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দুই ঘন্টা চেষ্টা করে নিখোঁজ ওই ব্যক্তির মৃত লাশ উদ্ধার করি। পরে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।