মীরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের সামাজিক স্বেচ্চাসেবী সংগঠন “কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন” মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে তিন ঘটিকায় সংগঠনের অস্হায়ী কার্য্যালয়ে বিকাল সাড়ে তিন ঘটিকায় এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ ফেরদাউস আলমের সভাপতিত্বে ও সদস্য মোঃ তারিকুল ইসলাম তারিফ এর পরিচালনায় সভায় বক্তৃব্য রাখেন সদস্য মোঃ আরিফ হোসেন, দিদারুল আলম, কার্যকরী পরিষদের সদস্য আবু ছালেক মিয়াজী, মোঃ আকাশ, প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী মিটিংগে সাধারণ কমিটি গঠনের চুড়ান্ত ঘোষণা করা হবে বলে সীদ্ধান্ত গৃহীত হয়৷
সভায় বক্তারা কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন কে গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের যাত্রা শুরু থেকে নানা সামাজিক কার্মকান্ড অব্যাহত রয়েছে এবং আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান৷