মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর ১ম শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার সনদ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ২৪ ডিসেম্বর শনিবার ২০২২ ইং অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এসোসিয়েশন এর সভাপতি মোঃ ফেরদাউস আলমের সভাপতিত্বে ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন।
সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মোঃ বেল্লাল হোসেন বেলাল বিশিষ্ট ব্যবসায়িক, সমাজসেবক ও দানশীল, চেয়ারম্যান, লেক্সাস গ্রুপ, ঢাকা।
উদ্বোধক হিসেবে ছিলেন এসোসিয়েশন এর উপদেষ্টা সদস্য ও ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ৭নং কাটাছরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাষ্টার রফিকুজ্জমান, বিশেষ অতিথি হিসেবে মোঃ শাখাওয়াত হোসেন চৌধুরী আরমান ডেপুটি জেনারেল ম্যানেজার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সোনাপুর শাখা,আবুর হাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য লায়ন্স মঈনুদ্দিন, এসোসিয়েশন এর উপদেষ্টা সদস্য ও মীরসরাই প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তি ও মানবাধিকার সংগঠক পঙ্গজ, বীর মুক্তিযোদ্ধা ড়াঃ মোঃ জয়নাল আবেদীন, মাষ্টার এস এম কামরুল হাসান সেলিম শিক্ষা ও মানববিষক সম্পাদক ৭নং কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগ, এসোসিয়েশনের অর্থ বিষয়ক সম্পাদক রিয়াদ বাশসা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদিকা ফাহমিদা সুলতানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাহিদুল হক ইমু, কার্যকরী পরিষদের সদস্য আবু ছালেক মিয়াজী, মোঃ তারিকুল ইসলাম তারিফ, মোঃ আহাদ,।প্রমুখ।
প্রধান অতিথি বলেন সামাজিক সংগঠন গুলো সমাজ বদলের জন্য কাজ করে, তার ব্যক্তিক্রম নয় কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন। এই সংগঠনের যাত্রা শুরু থেকে নানা সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন আমাদের তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে নিতে হলে ও সামাজিক সংগঠনের ভূমিকা অন্যান্য। আমি আশা করি কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এই অনচলের সামাজিক কার্মকান্ডে এক সময় রোল মডেল হবে ইনশাল্লাহ এবং আমি ঘোষণা করছি এই সংগঠনের যতটুকু পারি সব সময় সার্বিক সহযোগিতা করি যাবো ইনশাআল্লাহ।