রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (৪নভেম্বর) সকাল সাড়ে ৭টায় গোপন সুত্রে খবর পেয়ে ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি বাজার হতে বন মামলার সাজাপ্রাপ্ত আসামি রনি ঘোষকে গ্রেপ্তার করে থানার এএসআই বাপন চন্দ্র দাশ সহ পুলিশ সদস্যরা।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ (ওসি) জানান, আসামি রনি একজন বন মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাকে গ্রেপ্তার করে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।