পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের উদ্যোগে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) বিকালে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর খেলা শেষে এই গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় কাপ্তাই রেঞ্জ অফিসার এসএম মহিউদ্দীন চৌধুরী সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।