সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগের, সীতাকুণ্ড উপজেলা শাখার আহবায়ক
ইউসুফ আলী লিটন,ও সদস্য সচিব,গিয়াস উদ্দিন টিটু,যুগ্ম আহ্বায়ক, নাজিম এর-স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত আহবায়ক কমিটিগঠন করা হয়।
মঙ্গলবার (৩ জানুয়ারী) রাতে সীতাকুণ্ডের একটি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার মাধ্যমে ৭ নং কুমিরা ইউনিয়ন তাঁতী লীগের অভিষেক অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপজেলা ও ইউনিয়ন তাঁতীলীগের নেতৃবৃন্দদের কণ্ঠ ভোটে মোঃ আমান উদ্দীন তারেককে আহব্বায়ক ও মোঃ ইকবাল হোসেনকে সদস্য সচিব মনোনীত করে ২১ জন সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা তাঁতী লীগের সদস্য আক্তার, ভাটিয়ারী ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক, তুহিন বাপ্পি, সদস্য সচিব, ইকবাল, বাঁশবাড়িয়া ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক, হারেস,মোস্তফা কামাল, হেলাল, কুমিরা ইউনিয়ন যুব লীগের সহ সভাপতি, রেজাউল করিম সেলিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সৈয়দ সোহরাব হোসেন টিপু, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, জাহাঙ্গীর, ইরানসহ প্রমুখ।