সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে ও কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা সম্পন্ন হয়েছে৷
১০ জুন সকাল ১০ টায় মুরাদপুর নূর ফার্মেসীর পাশে সিএনজি স্টেশনে অনুষ্ঠিত হওয়া এ ক্যাম্পিং উদ্বোধন করেন কেয়ার হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মোতাহের হোসেন রানা, এসময় আরও উপস্থিত ছিলেন আরগন ফর্মাসিউটিক্যালস আয়ু এর সীতাকুণ্ড ইএসপি কর্নধার সাংবাদিক ইলিয়াছ ভূঁইয়া, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ওমর ফারুক সহ সংগঠনের সদস্য বৃন্দ এবং নুর ফার্মেসীর সত্ত্বাধিকারী৷
উদ্বোধন কালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ধন্যবাদ জানান এমন একটি মহৎ ও মানবিক কাজের জন্য৷
সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পিং চলে, আর এতে ২ শতাধিক ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, ২৫ রুগ্ন ব্যাক্তিকে চিকিৎসা সেবা প্রদান করেন ডা.হাসান মাসুদ
ও ৮৫ জনকে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
অনুষ্ঠান সফল করতে উপস্থিত ছিলেন কেয়ার হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতাহের হোসাইন ও পরিচালক মন্ডলির সদস্য জনাব মো সাফায়ত হোসাইন, ম্যানেজার শাহিদা আক্তার ও টুটুল চৌধুরী৷ সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ওমর ফারুক, মোঃ ইলিয়াস হোসেন ইকবাল, লোকমান হোসেন সাংগঠনিক সম্পাদক, কার্যনিবার্হী সদস্য, পাভেল, জিয়া,কাউছার,রাশেদা, জেসমিন, সাকিব,সাজ্জাদ,সদস্য, এনায়েত, শামিমা,মহিমা আক্তার, প্রমুখ৷