চট্টগ্রাম 5:26 pm, Friday, 13 September 2024

খাগড়াছড়ির নাজিরহাট মহাসড়কে নেই ডিভাইডার, ঘটছে দূর্ঘটনা ঝরছে প্রাণ

ছবি: উত্তর চট্টলা

হাটহাজারী থেকে নাজিরহাট পর্যন্ত নির্মিত তিন লাইন মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনা অতীতের সব রেকর্ড কে হার মানিয়েছে। স্থানীয় জনসাধারণ বলছেন, সড়ক তিন লাইন হওয়ার পূর্বে এমন দূর্ঘটনা হতো না। মহাসড়কের উন্নয়ন আশাপ্রদ হলেও ডিভাইডার না থাকার কারণে দ্রুতগামী যানবাহন গুলো একটু অসাবধান হলেই ঘটে দূর্ঘটনা। কয়েক মাসের মধ্যে বেশ কিছু লোক প্রান হারিয়েছে।

ইতিমধ্যে বিভিন্ন সংগঠন থেকে ডিভাইডারের জোর দাবী উঠেছে। অনেক মানব বন্ধনও হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সাড়া মিলছে না।এ মহাসড়কে যাতায়াতকারী মানুষ আশংকা করছে অচিরেই ডিভাইডার স্থাপন করা না হলে ভবিষ্যতে অসংখ্য মানুষের প্রান ঝড়বে এ মহাসড়কে।

তারা জানিয়েছে, অতিদ্রুত ডিভাইডার স্থাপন করা না হলে এ মহাসড়কে যাতায়াতকারী জনসাধারণ বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে।
এ ব্যাপারে স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূূনরায় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘চেয়ার দখল করে বসে থাকার জন্য ক্ষমতায় আসেনি’ হাটহাজারী মাদ্রাসায় উপদেষ্টা আ ফ ম খালিদ

খাগড়াছড়ির নাজিরহাট মহাসড়কে নেই ডিভাইডার, ঘটছে দূর্ঘটনা ঝরছে প্রাণ

Update Time : 09:46:13 am, Saturday, 30 April 2022

হাটহাজারী থেকে নাজিরহাট পর্যন্ত নির্মিত তিন লাইন মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনা অতীতের সব রেকর্ড কে হার মানিয়েছে। স্থানীয় জনসাধারণ বলছেন, সড়ক তিন লাইন হওয়ার পূর্বে এমন দূর্ঘটনা হতো না। মহাসড়কের উন্নয়ন আশাপ্রদ হলেও ডিভাইডার না থাকার কারণে দ্রুতগামী যানবাহন গুলো একটু অসাবধান হলেই ঘটে দূর্ঘটনা। কয়েক মাসের মধ্যে বেশ কিছু লোক প্রান হারিয়েছে।

ইতিমধ্যে বিভিন্ন সংগঠন থেকে ডিভাইডারের জোর দাবী উঠেছে। অনেক মানব বন্ধনও হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সাড়া মিলছে না।এ মহাসড়কে যাতায়াতকারী মানুষ আশংকা করছে অচিরেই ডিভাইডার স্থাপন করা না হলে ভবিষ্যতে অসংখ্য মানুষের প্রান ঝড়বে এ মহাসড়কে।

তারা জানিয়েছে, অতিদ্রুত ডিভাইডার স্থাপন করা না হলে এ মহাসড়কে যাতায়াতকারী জনসাধারণ বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে।
এ ব্যাপারে স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূূনরায় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।