জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর’র অন্যতম শাখা আসর সুরাঙ্গন খেলাঘর আসর খেলাঘর এর ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। আজ শুক্রবার নামারবাজারস্থ আসর কেন্দ্রে আয়োজনটি করা হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সুরাঙ্গন খেলাঘর আসরের সভাপতি গল্পকার দেবাশিস ভট্টাচার্য। এসময় উপস্থিত ছিলেন আসরের সহ-সভাপতি পরেশ দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক মুন্নি সেন, অভিভাবক পক্ষের অঞ্জনা রায়, কবি বাসু দেব নাথ, আবিদ হাসান মেহেদী, দপ্তর সম্পাদক তন্ময় দাশ প্রমুখ।
এসময় দেবাশিস ভট্টাচার্য বলেন ‘৫২ থেকে ৭১ দীর্ঘসময় খেলাঘর বাঙালির ইতিহাস ঐতিহ্য ধারণ করে এতটা পথ পেরিয়ে এসেছে। সবসময় খেলাঘরের বন্ধুদের এ আন্দোলনকে খেলাঘরের আদর্শ ও উদ্দেশ্য নিয়ে গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিতে হবে। খেলাঘর আন্দোলন দীর্ঘজীবী হোক।
‘ বক্তব্যে পরেশ দাশ গুপ্ত বলেন ‘শিশু-কিশোরদের নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর দেশ গড়তে খেলাঘর এর ভূমিকা অগ্রগণ্য। বিজ্ঞানমনস্ক, সংস্কৃতিমনা সমাজ গড়ার লক্ষ্যে খেলাঘরের যে আন্দোলন তা ১৯৫২ সাল থেকে আজ অবদি অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, শিশুদের মোবাইলের চেয়ে মাঠে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। শিশুদের মানসিক বিকাশে খেলার মাঠে কাটানো সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‘ এছাড়াও ‘একাত্তরে খেলাঘর’ শিরোনামে স্বরচিত কবিতা পাঠ করেন কবি বাসু দেব নাথ। আসরের সহ-সাধারণ সম্পাদক ঋক ভট্টাচার্যের সঞ্চালনায় প্রতিযোগিতা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সম্পন্ন হয় সার্বিক অনুষ্ঠান।