গণহত্যা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে সোমবার (২৫ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল বশর মুন্সি। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ। সভায় রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য পাকিস্তানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মুক্তিকামী বাঙালির আন্দোলন কঠোরহস্তে দমনের জন্য একাত্তরের ২৫ মার্চ রাতে যে নারকীয় হত্যাযজ্ঞের সূচনা করেছিল পাকিস্তানি বাহিনী, ভয়াবহ সেই নৃশংসতায় শহীদদের স্মরণে পালিত হয়েছে এই গণহত্যা দিবস।