হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ শায়েস্তা খাঁ পাড়া এলাকায় নুসরাত জাহান মুক্তা (২২) নামে দুই সন্তানের এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (১ জুলাই) দুপুরের দিকে ওই এলাকার সড়ক ও জনপদ বিভাগ অফিস সংলগ্ন নবীদ আলী হাজি বাড়ির ছালে আহম্মদ ম্যানশনে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার মো.লোকমানের কন্যা ৫ বছর ও ৩ বছর বয়সী দুই সন্তানের মা মুক্তা তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় সম্প্রতি সামাজিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়।
এদিকে ঘটনার দিন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে মুক্তা তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। তবে কি কারণে এ আত্মহত্যার ঘটনা তা জানা যায়নি।
হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে। আর এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।