হাটহাজারীর গুমানমর্দ্দন ও মির্জাপুর ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
০৪ নং গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের২০২৩২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
২০২৩-২০২৪ অর্থ বছরে সর্ব মোট ১,৬৪,৯২,৬০০/- টাকার বাজেট ঘোষণা করা হয়। পরিষদ সচিব মোহাম্মদ আবু তৈয়ব এর সঞ্চালনায় বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া,
প্রধান অতিথি ইউএনও বলেন- একটি ইউনিয়নে জনগণের সামনে প্রতিষ্ঠানের বাৎসরিক আয়-ব্যয় হিসাব উপস্থাপন করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।তিনি স্থানীয় জনগণের চাহিদা ভিত্তিক টেকসই প্রকল্প বাস্তবায়নের জন্য আহবান জানান।তিনি সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ৪০,৭৬,২০০/- টাকা এবং রাজস্ব ব্যয় ৩৯,৭৫,০০০/- টাকা।উন্নয়ন হিসাবে আয় ও ব্যয় ১,২৪,১৬,৪০০/- টাকা ধরা হয়েছে। সর্ব মোট ১,০১,২০০/- টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেটে আগামী বছরের জন্য খাত ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা পেশ করা হয়েছে এবং জনসাধারণকে নিজেদের চাহিদা ইউপিকে অবহিত করার জন্য আহবান জানানো হয়।
ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকসহ ইউপির সকল মেম্বারগণ বাজেট সভায় উপস্থিত ছিলেন। মির্জাপুর ইউনিয়নের বাজেট ঘোষণা হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের =১,৩৩,৩৪,১৬৫/- টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। ইউ’পি মিলনায়তনে বাজেট ঘোষনা করেন ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন খান সুমন।
উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউনিয়নের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। তৎ মধ্যে ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা বৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিগন উল্লেখযোগ্য।
উক্ত বাজেটে ইউপি’র নিজস্ব রাজস্ব আয় =৩৩,৬০,৬৬৫/- টাকা এবং নিজস্ব রাজস্ব ব্যয় =৩০,৪৩,৬০০/- টাকা ও নিজস্ব রাজস্ব উদ্ধৃত্ত =৩,১৭,০৬৫/- টাকা এবং উন্নয়ন আয় =৯৯,৭৩,৫০০/- টাকা ও উন্নয়ন ব্যয় =৯৯,৭৩,৫০০/- টাকা ধরে সর্বমোট =১,৩৩,৩৪,১৬৫/- টাকা আয় এবং সর্বমোট =১,৩০,১৭,১০০/- টাকা ব্যয় দেখিয়ে রাজস্ব উদ্ধৃত্ত =৩,১৭,০৬৫/- রেখে বাজেট ঘোষনা করা হয়। ঘোষিত বাজেটে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে গ্রাম হবে শহর এ নীতি অনুসরণ করে গ্রাম উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উক্ত বাজেটের উপর আলোচনায় অংশগ্রহন করেন পরিষদ সদস্য জনাব মোঃ জাকির হোসেন, সাজেদা ইয়াছমিন, মোঃ জসীম, মুহাম্মদ মুছা এবং মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদ্বীপ কুমার শীল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ ভট্টাচার্য্য ও এনজিও প্রতিনিধি সুপ্রিয়া বডুয়া প্রমুখ।