কুমিল্লা থেকে তিন যুবক সীতাকুণ্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে এসে বুধবার নিখোঁজ হয়। তারা সাগরে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায়। উপকুল থেকে অনেক দূরে দুই যুবককে ফায়ার সার্ভিস মূমুর্ষ অবস্হায় উদ্ধার করতে পারলেও মেহেদী হাসান (১৭) নামে এক যুবককে উদ্ধার করতে পারেনি। আজ ৬ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা তার মরদেহটি উদ্ধার করেন। মেহেদী হাসান কুমিল্লা জেলার, ভরুরা উপজেলার ১নং আগানগর ইউনিয়নের আগানগর গ্রামের মাস্টার বাড়ির মাস্টার ওমর ফারুক’র একমাত্র ছেলে।
স্থানীয় সাজিদুল ইসলাম জানান, ৫ জুলাই বুধবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা থেকে তিন যুবক সীতাকুণ্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসে, এরা তিন বন্ধু সাগরে নেমে উত্তাল ঢেউয়ে নিখোঁজ হয়। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কর্মীরা খোঁজাখুঁজি করে মুমূর্ষু অবস্থায় দুইজনকে উদ্ধার করলেও নিখোঁজ রয়ে যায় মেহেদী হাসান (১৭)। অবশেষে স্থানীয় মেম্বার ও ছাত্র সংগঠনের সহযোগিতায় আজ সকাল সাড়ে সাতটায় তার মরদেহ উদ্ধার হয়।
৪নং মুরাদপুর ইউপি সদস্য নুরুল আমিন শফি জানান, মেহেদী হাসানের মরদেহ আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সৈকত থেকে দূরে বালিতে আটকে থাকা অবস্থায় আমরা উদ্ধার করি। সন্তান নিখোঁজের খবর পেয়ে মরহুমের বাবা-মা এসেছে গতকাল। ধর্মীয় কাজ শেষে মরদেহ বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।